কেশবপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুর থানা পুলিশ মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে ৩ মাদক ব্যবসায়ীকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে। 

মঙ্গলবার (১৬ জুলাই২৪) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক-পৃথক ৩টি মামলা হয়েছে। 

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমের দিক-নির্দেশনায় পুলিশ উপ- পরিদর্শক সঞ্জয় কুমার দাস, সহকারী পুলিশ উপ-পরিদর্শক রতন কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গড়ভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০২ গ্রাম গাঁজাসহ হাফিজুর রহমান (৪০) কে গ্রেফতার করে। সে কেশবপুর উপজেলার ছোট মাদারডাঙ্গা গ্রামের কাওছার সরদারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৬।

অপর অভিযানে পুলিশ উপ-পরিদর্শক রাজু আহমেদ, সহকারী পুলিশ উপ-পরিদর্শক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ভান্ডারখোলা ইকবালের মোড় এলাকা থেকে গোলাম রসুল (২১) কে ২১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। সে পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মিন্টু সরদারের ছেলে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৭।

অপরদিকে ভেরচী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাথরা গ্রামে অভিযান চালিয়ে আসলাম গাজী (৩৫) কে ১৩০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। সে পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার ভদ্রাদিয়া গ্রামের তুফান গাজীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৮।

এছাড়াও অভিযান পরিচালনাকালে অধিক রাতে ঘোরাফেরা করার সময় পুলিশের সন্দেহজনক হওয়ায় রুবেল সরদার (৩২) কে গ্রেফতার করে। সে উপজেলার আড়ুয়া গ্রামের বাশার সরদারের ছেলে। 

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে পৃথক পৃথক ৩টি মামলা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের সঙ্গে কোন আপোষ নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। মাদককারবারিরা দেশ ও জাতির শত্রু। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)