পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে জমি নিয়ে বিরোধের সুত্র ধরে প্রতিপক্ষরা আবু বক্কার সিদ্দিক নামে এক ব্যক্তিকে গতিরোধ করে গুম খুন ও জখমের হুমকি প্রদান করেছে। এঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আবু বক্কার ছিদ্দিক যশোর থেকে প্রকাশিত দৈনিক সত্যপাঠ পত্রিকার কেশবপুর পৌর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় কেশবপুরের কর্মরত সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের নিকট এবিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
জানা গেছে, পৌর শহরের ভোগতি নরেন্দ্রপুর এলাকার সাংবাদিক আবু বক্কার ছিদ্দিকের সাথে একই গ্রামের রবিউল ইসলাম ও রফিক সরদারের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। বিরোধের জের ধরে ২৮ মে সকালে জরুরি কাজে খুলনা যাওয়ার সময় মশিয়ার কাউন্সিলরের মুরগির খামারের সামনে পৌঁছালে প্রতিপক্ষরা গতিরোধ করে গুম খুন ও জখমের হুমকি দেয়। ইতিপূর্বে তারা একাধিক ব্যক্তিকে অহেতুক মারপিট করে আহত করেছে।
এঘটনায় নিরুপায় হয়ে আবু বক্কার ছিদ্দিক ৩০ মে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ জরিরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।