কেশবপুরে খেলাঘর আসরের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, "কে বলে গো সেই প্রভাতে নেই আমি" জাতীয় কবি কাজি নজরুল ইসলাম লিখেছেন, "মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য" এই শ্লোগানকে সামনে রেখে দু'কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোরের কেশবপুরে উপজেলা খেলাঘর আসরের আয়োজনে শুক্রবার (২৮ জুন-২৪) বিকেলে কেশবপুর শহরের বাঘের মোড়স্ত ওয়ার্ড কার্যালয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও  আলোচনা সভা। 

সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক তাপস মজুমদার এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মানব কুমার মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন, সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি কলেজের সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য। বক্তৃতা করেন, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, ন্যাশনাল প্রেস সোসাইটি ও মানবাধিকার সংগঠনের সভাপতি এবং প্রেসক্লাব কেশবপুরের সাধারণ সম্পাদক শামিম আক্তার মুকুল, কেশবপুর খেলাঘর আসরের উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার, কেশবপুর খেলাঘর আসরের উপদেষ্টা গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক এস,এম রবিউল আলম, উপজেলা খেলাঘর আসরের দপ্তর সম্পাদক ও চুয়াডাঙ্গা পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ, সাধারণ সম্পাদক অপুর্ব মল্লিক, উপজেলা খেলাঘর আসরের সংগীত প্রশিক্ষক রিনা রানী বিশ্বাস, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরুণ দেবনাথ, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী পূজা দেবনাথ, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থী প্রিয়ন্তী মন্ডল প্রমূখ।

Post a Comment

0Comments
Post a Comment (0)