পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
"সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল" কেশবপুর উদীচী শিল্প গোষ্ঠীর আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলাম-এর জন্মবার্ষিক পালিত হয়েছে।
শনিবার (২২ জুন-২৪) সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখা সংসদ এর আয়োজনে আলোচনা, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর শহরের রক্তকরবী উন্মুক্ত মঞ্চে সংগঠনের সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য মানব মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভউদ্বোধন ঘোষণা করেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। উদ্বোধন বক্তৃতাকালে বলেন, কবি রবীন্দ্রনাথ ও নজরুলকে হৃদয়ে ধারণ করতে পারলেই অনুষ্ঠান সার্থক। শুধু ব্যানারে লেখা হল"সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল" আর কিছু আলোচনা কবিতা গানের মধ্যে সীমাবদ্ধ না থাকে। সবার হৃদয়ে ধারণ করেতে হব। তিনি আরও বলেন, সাংস্কৃতিক অঙ্গনকে জীবিত রাখতে এমন কালচারাল প্রোগ্রাম অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তৃতা করেন, নাগরিক সমাজের সভাপতি ও উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার উপদেষ্টা এ্যাডঃ আবুবকর সিদ্দিক, বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হুসাইন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগের সমন্বয়ক কেশবপুর খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, খেলাঘর কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য ও কেশবপুর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, সাগরদাঁড়ি আবু শরাফ সাদেক কারিগরি কলেজের অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, নাগরিক সমাজের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল, কেশবপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর উপজেলা স্বাধীনতা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রমেশ দত্ত,কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি এস আর সাঈদ ,উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখা সংসদ এর কার্যকরী সদস্য ও দৈনিক প্রথম আলোর পত্রিকার কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক প্রমূখ।
এসময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সকালের সময় পত্রিকার কেশবপুর প্রতিনিধি সোহেল পারভেজ, প্রাক্তন শিক্ষক কনক দে, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সহ-সভাপতি অধ্যাপক তাপস মজুমদার, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, আবহমান পরিচালক পাঁজিয়া ও ছড়াকার রিয়াজ লিটন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত সংগীত শিল্পী ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জীসহ সংগঠনের নেতৃবৃন্দ।