সাটুরিয়ায় পানিতে চেতনানাশক ঔষুধ দিয়ে স্বর্ণ অলংকার লুট, আতঙ্কে এলাকাবাসী।

স্টাফ রিপোর্টার
0

 


 মোঃ আবু বকর সিদ্দিক,স্টাফ রিপোর্টার, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় হরগজ ইউনিয়নে টিউবওয়েলে পানিতে চেতনানাশক ঔষুধ ব্যবহার করে

নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুট করছে  একটি চক্র। 



রাতের অন্ধকারে টিউবওয়েলে পানিতে চেতনানাশক ঔষুধ ব্যবহার করে চলে যায় দুষ্কৃতীরা । সেই পানি ব্যবহার ও পান করলে  অজ্ঞান হয়ে পড়ে সেই সুযোগে বাড়িতে থাকা মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়।  



এ বিষয়ে একাধিক ভুক্তভোগী জানায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক ঔষুধ ব্যবহার করে সেই পানি খেয়ে বাড়ির সবাই  অচেতন অবস্থায় পড়ে ছিলাম। সেই সুযোগে আমাদের বাড়ি থেকে দুষ্কৃতকারীরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান সব জিনিস লুট করে নিয়ে গেছে। আমরা গ্রামবাসী নিরাপত্তাহীনতায় ভুগছি। 


তথ্য অনুসন্ধানে জানা যায়  হরগজ গ্রামে গত এক মাসে অন্তত ৩-৪ টি বাড়িতে এমন ঘটনা ঘটছে। গ্রামবাসী প্রশাসন কে একাধিক বার জানালে থেকে নেই চুরের ঘটনা । 


স্হানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানান , পরিচিত কেউ অবশ্যই এর সঙ্গে যুক্ত, না হলে এমন ঘটনা ঘটা অসম্ভব তাই সকলকে সচেতন হতে হবে। 



 নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানায়  এ ধরনের ঘটনায়  স্হানীয় এলাকার কিছু বখাটে ও মাদকাসক্ত যুবক সম্পৃক্তা রয়েছে । তারা কোন কাজ কর্ম করে না অথচ চলাফেরা করে কোটিপতির মতো তারা এসব কাজ করছে । তাদের ভয়ে একালার কেহ মুখ খুলতে সাহস পায় না। 


চুরির ঘটনার একাধিকবার থানায় লিখিত অভিযোগ করা হয় । সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘটনার সাথে জড়িত কেহ আটক হয়নি।  যার ফলে এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। 



 এ বিষয়ে সাটুরিয়া  থানার অফিসার ইনচার্জ, মোঃ মাহবুব আলম জানান, এ ধরনের চুরির ঘটনাগুলো মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এই চক্রটিকে ধরতে স্থানীয়দের সহযোগিতা দরকার। এ ছাড়া গ্রামবাসীকে আরও সচেতন হতে হবে। সম্প্রতি এই চক্রটিকে নজরদারিতে রাখা হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)