পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের বিদ্যানন্দকাটী-মঙ্গলকোট সার্বজনীন দূর্গা মন্দিরের কমিটিবৃন্দের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় মঙ্গলকোট-বিদ্যানন্দকাটি সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনের যজ্ঞভুমিতে ২৩তম অষ্ট প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান আজ (৯ জুন-২৪) রোববার থেকে শুরু।
কলিহত জীবের দুঃখমোচন, হিংসা-বিদ্বেষ থেকে পরিত্রাণ, আসুরিক মনোবৃত্তির অবসান ধর্মের প্রতি মনোনিবেশ এবং জীবের মুক্তি ও শান্তি অর্জনের একমাত্র পথ হরিণাম সংকীর্ত্তণ। এটিই প্রেমাবতার শ্রীমন্ মহাপ্রভুর শ্বাশত বাণী। এই অমৃতময়ী বাণীর আহ্বানে হিংসা, বিদ্বেষ, রাগ, মোহ থেকে মুক্তির লক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রীমনন্ মহাপ্রভুর নির্দেশিত পথে মঙ্গলকোট-বিদ্যানন্দকাটি সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনের যজ্ঞভুমিতে (৯-১১ জুন) ২৩তম অষ্ট প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৯ জুন রোববার সন্ধ্যায় শ্রী শ্রী ভাগবত আলোচনা, শ্রী শ্রী তারকব্রহ্ম মহনাম যজ্ঞানুষ্ঠানের মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস কীর্তন। পরিবেশনায় রাধা মদন সম্প্রদায়- নাংলা, তালা, সাতক্ষীরা। অধিবাস কীর্তন ও ভাগবত আলোচনা করবেন, শ্রী মাধব দাস গাঙ্গুলি-নাংলা, তালা, সাতক্ষীরা। প্রধান অতিথি ও আলোচক থাকবেন- শ্রী শ্যামল সরকার, সম্মানিত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেশবপুর, যশোর। ১০ জুন সোমবার অরুণোদয় থেকে অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন। ১১ জুন মঙ্গলবার প্রভাতে কুজভঙ্গ, নগর সংকীর্ত্তণ, মধ্যাহ্নে ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
নাম পরিবেশনায় থাকবেন, রাঁধা মদন গোপাল সম্প্রদায়-নাংলা, তালা, সাতক্ষীরা।মাষ্টার-শ্রী মাধব দাস গাঙ্গুলী। শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়- তালা, সাতক্ষীরা, মাষ্টার-দেবব্রত বাবু। আদি নিতাই গৌর সম্প্রদায়-সাতক্ষীরা, মাষ্টার-দেবানন্দ বাবু। রাঁধা গোবিন্দ সম্প্রদায়-অভয়নগর, মাষ্টার-উত্তম বাবু। ননী গোপাল সম্প্রদায়-সাতক্ষীরা, মাষ্টার-প্রশান্ত বাবু। গৌর সুন্দর সম্প্রদায়-বিদ্যানন্দকাটি কেশবপুর, যশোর।