ফিলিস্তিনে নারী-শিশুসহ গণহত্যার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


জায়ানবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নারী-শিশুসহ গণহত্যার প্রতিবাদে কেশবপুর উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ জুন-২৪) বিকেলে কেশবপুর ত্রিমোহীনী মোড়ে (গাজীর মোড়) নাগরিক সমাজের আহবায়ক এ্যাড. আবুবক্কর সিদ্দিকী-এর সভাপতিত্বে, মানববন্ধনে সংহতি প্রকাশ করতে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র ওয়াজেদ খান ডবলু, নিউজ ক্লাবের সভাপতি আরশাফ আলি, নাগরিক সমাজের সাধারণ সম্পাদক শিক্ষক স্বপন মন্ডল, সাংবাদিক দিলিপ মোদক, খেলাঘর আসরের সাধারন সম্পাদক সৈয়দ আকমল হোসেন, শওকত আলি, ছাত্রনেতা আকরাম হোসেন, সামিউল আজিম, পলাশ সিংহ প্রমুখ।

 বক্তারা ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গত ৮মাস ধরে গণহত্যায় সহযোগীতা কারী তার দোসর আমেরিকার নিন্দা জানিয়ে, জাতিসংহ কর্তৃক ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার দাবী জানান এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলকে বয়কট করার আহবান জানান।

Post a Comment

0Comments
Post a Comment (0)