পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে প্রণোদনা কর্মসূচী ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-২, ২০২৪-২০২৫ মৌসুমে রোপা আমন (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জুন-২৪) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে ৮৮০ জন কৃষকের মাঝে ওই ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস-এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কৃষকের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান রাবেয়া ইকবাল।
অনুষ্ঠানে উপজেলার ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
ধানের বীজ ও সার পেয়ে উপজেলার আলতাপোল ও মধ্যকুল গ্রামের কৃষক গণেশ চন্দ্র দে, শিউলি রায়, রেজাউল শেখ, আবু সিদ্দিক, নূর ইসলাম, সুকুমার অধিকারী, গোলাম হোসেন, আনন্দ অধিকারী, নূরন্নবী, সলেমান সরকারের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রিমা আক্তার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা দ্বীপ জয় বিশ্বাস, মিলন দাস, শাহাদাৎ হোসেন, শুভঙ্কর মোড়ল, বিকাশ কুমার মন্ডল, আবুল কাশেম শেখ, আব্দুর রশীদ, হাবিবুর রহমান, শিমুল রায়সহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকবৃন্দ।