মনিরামপুরে গরুর দুধ পান করছে ছাগলে, প্রতিদিন ভিড় করছে শতশত মানুষ।

স্টাফ রিপোর্টার
0

 


 পরেশ দেবনাথ, যশোর জেলা প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।


যশোরের মনিরামপুরে গরুর দুধ পান করছে ছাগলে। এ দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে শতশত মানুষের ভিড় জমছে সেখানে। ঘটনাটি ঘটেছে যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আমিনপুর গ্রামের কৃষক মোঃ হায়দার আলীর (৬০) বাড়িতে।

অনেক দিন ধরে পরিবারের সকল সদস্যরা দুধ পান করে আসছে। কিন্তু বাচ্চা থেকে শুরু করে (৬-৭)টি বড় ছাগল পর্যন্ত ওই গরুর দুধ পান করছে। 

কৃষক মোঃ হায়দার আলী বলেন, অনেক বছর যাবৎ আমি ১০টি গরু ও ১৫টি ছাগল পালন করে আসছি কিন্তু এবার এই দৃশ্যটি আমাকে মুগ্ধ করেছে। ব্যতিক্রমধর্মী গরুটির দুধ খাচ্ছে মানুষ ও ছাগলে। এ দৃশ্য দেখতে অনেক মানুষের ভিড় থাকার জন্য আমার বাড়িতে সব সময় জমজমাট লেগে আছে। মানুষের এ আগমন দেখে আমার ভালো লাগে এবং দূর-দূরান্ত থেকে প্রভাবশালী ব্যক্তিরাও এসে দেখতে আসছেন। অনেকে গরুটি কিনতে চাচ্ছেন কিন্তু তিনি গরুটি বিক্রী করবেন না বলে জানান। তাছাড়া তিনি এই গরুর দুধ বিক্রী করে বেশ সাশ্রয় পান।

এলাকার পশু চিকিৎসকরা বলেন, এভাবে গরুর দুধ ছাগল এবং মানুষে খাওয়ানোর কারণে বিভিন্ন অসুখ-বিসুখ হতে পারে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাগল ও গরু লালন পালন করা উচিত। মোঃ হায়দার আলী জানান, এ পর্যন্ত ছাগল-গরু পালন করতে পশু চিকিৎসকের সহায়তায় নিয়ে আসছি।

Post a Comment

0Comments
Post a Comment (0)