পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ সাপ্তাহিক সাহিত্য আসরের পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস, কবি সাহিত্যিকের জন্ম-মৃত্যু দিবস উদযাপনের পাশাপাশি বিভিন্ন সময়ে পরিবেশ-প্রতিবেশ, প্রাকৃতিক ঘটনাবলী ও ভৌগোলিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও সেমিনার করে থাকে।
তারই ধারাবাহিকতায় আজ রবিবার (২৩ জুন-২৪) সন্ধ্যা ৭ টায় সংগঠনের কার্যলয়ে 'হিমালয় পর্বতের উৎপত্তি ও ভারত উপমহাদেশ হিমালয় পর্বতের প্রভাব' বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিষয়ের উপর আলোচনা ও মাল্টিমিডিয়ার মাধ্যমে হিমালয় পর্বতের উৎপত্তি কীভাবে, গঠন বৈশিষ্ট্য ও প্রভাব উপস্থাপন করেন জামিরা কলেজের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক একাদশ-দ্বাদশ শ্রেণির এনসিটিবি অনুমোদিত ভূগোল বই-এর লেখক কবি ও প্রাবন্ধিক তাপস মজুমদার। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসেম আলী ফকির, সংগঠনের সভাপতি কবি নজরুল ইসলাম খান, প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু। প্রাণবন্ত এ আলোচনায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সমীর দাস, সুব্রত বসু কংকন, আলী আব্বাস, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, কবি ও প্রাবন্ধিক মানব মন্ডল, সদস্য মিহির বসু, অসীম অধিকারী, সোহরাব হোসেন, জয়দেব মিত্র, কেশবপুর খেলাঘরের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, শাহরিয়ার বাঁধন, কবি মাসুদা বিউটি, প্রশান্ত ঘোষ, সুবীর মজুমদার প্রমুখ। উল্লেখ্য, ১৯৯৫ সালে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সাহিত্য ও গবেষণা বিষয়ক প্রকাশনা 'ইংগিত' নামক পত্রিকা।
প্রতিষ্ঠার পরথেকে প্রতি শুক্রবার সন্ধ্যায় সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়ে থাকে। সেই আসরে স্থানীয় কবি সাহিত্যিকদের লেখা আলোচনা-সমালোচনা করা হয়। বর্তমানে সংগঠনের সভাপতি কবি নজুরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক তাপস মজুমদার সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন।