কেশবপুর চারুপীঠ একাডেমি'র একযুগ পূর্তি সাংস্কৃতিক উৎসব পালন ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে চারুপীঠ একাডেমি'র একযুগ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শুক্রবার (২১ জুন-২৪) বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কবি ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি। 

চারুপীঠ একাডেমির সভাপতি, লেখক, প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার-এর সভাপতিত্বে এবং চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে ও কেশবপুরে উদীচী শিল্পিগোষ্ঠীর কার্যনির্বাহী কমিটির সদস্য প্রণব মন্ডল মানব-এর পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, পল্লী বিদ্যুৎ সমিতির কেশবপুরের এরিয়া পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর ন্যাশন্যাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আক্তার মুকুল, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য, সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, নাগরিক সমাজের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, খেলাঘর কেশবপুরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী,  প্রমুখ।

অনুষ্ঠানে চারজনকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট ও উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্বর্ধনা প্রদান করা হয়। তারা হলেন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি অধ্যাপক মছিহুর রহমান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু ও সাবেক সহকারী শিক্ষক হোসনে আরা বেগম। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। আজকের শিশুরা যাতে আগামীদিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অবদান রাখতে পারে সেজন্য সকলকে একসাথে কাজ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।

Post a Comment

0Comments
Post a Comment (0)