কেশবপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়দৌড় দেখতে বিলের  দু’পাশে ছিল হাজারও মানুষের ঢল।

শুক্রবার (২১ জুন-২৪) বিকেলে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বোয়ালের বিলে স্থানীয় ঘোড়দৌড় কমিটির উদ্যোগে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৮টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়দৌড় দেখতে মাঠের দু’পাশে ভিড় করেন হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা। ফলে এই প্রতিযোগিতাকে ঘিরে ওই এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতায় ৮০ পয়েন্ট নিয়ে  রকেট প্রথম স্থান অধিকার করে। এছাড়া ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে মাঠের রাজা ও ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে পাখি।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিচুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, হারুন অর রশীদ মন্টু ও শেখ সবুজ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের ভেতর পুরস্কার তুলে দেন।

উপজেলার ভালুকঘর এলাকা থেকে ঘোড়দৌড় দেখতে আসা শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পর ঘোড়দৌড় প্রতিযোগিতা হওয়ায় কেশবপুরসহ পাশ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে দেখতে আসেন হাজার হাজার নারী-পুরুষ। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো টিকিয়ে রাখতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগে।’

এ ব্যাপারে প্রধান অতিথি ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিচুর রহমান বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে বোয়ালের বিলে প্রায় ২০/২৫ হাজার দর্শকের সমাগম ঘটে। সবাই উৎসবমুখর পরিবেশে আনন্দ সহকারে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেছেন। প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে এই প্রতিযোগিতা।

Post a Comment

0Comments
Post a Comment (0)