পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে শেকড়ের সন্ধানে আয়োজিত আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। "যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে শেকড়ের সন্ধানে" কেশবপুর আর্তমানবতা কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা শেকড়ের সন্ধানে আয়োজিত আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসরে সুশীল সমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮জুন-২৪) বিকেলে কেশবপুর পৌর শহরের পিটিএফ ভবনের কার্যালয়ে প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র ওয়াজেদ খান ডবলুর সভাপতিত্বে এবং শেকড়ের সন্ধানের পরিচালক কবি মিজানুর রহমান মায়ার সঞ্চালনায় সাহিত্য আসর ও আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবঃপ্রাপ্ত অধ্যাপক, কবি, সাহিত্যিক ও গবেষক সুরাইয়া শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা টেলিভিশনে কবিতা পাঠক চারণ কবি বাবুল আহমেদ, শেকড়ের সন্ধানে'র প্রধান উপদেষ্টা, প্রেসক্লাব কেশবপুরের প্রধান উপদেষ্টা এবং কেশবপুর প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পি টি এফ)-এর চেয়ারম্যান একে আজাদ ইকতিয়ার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কবি ও কথা সাহিত্যিক রাশিদা আখতার।
অনুষ্ঠানে আলোচনা ও কবিতা আবৃতি করেন, কবি আবু বক্কর সিদ্দিকী, কবি আলি আহম্মেদ, কবি গোলাম মোস্তফা, কবি উজ্জল কুমার, কবি আব্দুল হাই, কবি নুর মোহাম্মাদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মতিয়ার রহমান ও আজিবুর রহমান খান প্রমূখ। শেষে কবি ও লেখকদের বই আদান প্রদানে অনুষ্ঠানটি আলোকিত হয়ে ওঠে।