কেশবপুরের আলতাপোল আশ্রায়ন প্রকল্পে ৮০টি পরিবারের মাঝে গৃহপ্রদান উপলক্ষে প্রেসব্রিফিংস।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরের আলতাপোল আশ্রায়ন প্রকল্পে ৮০টি পরিবারের মাঝে গৃহপ্রদান উপলক্ষে প্রেসব্রিফিংস করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে জমি-সহ গৃহ প্রদানকার্যক্রম ১১জুন উদ্বোধন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংস রোববার (৯ জুন-২৪) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংস করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক আরশাদুল ইসলাম প্রমুখ।  

উল্লেখ্য আলতাপোল আশ্রয়ন প্রকল্পের পুরাতন জরাজীর্ণ সিআইসিটি ব্যারাকের স্থলে সেমিপাকা ৮০ টি একক গৃহনির্মাণের জন্য ২০২৩ সালের ৯ নভেম্বর ২ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। সম্প্রতি ৮০টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পূর্বের সুবিধাভোগি পরিবারের মধ্যে ৩৯ টি পরিবার অবস্থান করছেন। অবশিষ্ট ৪১টি পরিবার অবস্থান না করায় তাদের বন্দোবস্ত বাতিল পূর্বক নতুনভাবে ৪১ টি পরিবারে অনুকুলে বন্দোবস্তো প্রদান করা হয়। প্রত্যেক পরিবারকে ২শতাংশ জমির দলিল-সহ নামজারির কপি বুঝে দেওয়া হবে। ১১ জুন সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সুবিধাভোগিদের গৃহপ্রদান উদ্বোধন করবেন।


Post a Comment

0Comments
Post a Comment (0)