কেশবপুর কালী মন্দিরের স্বর্ণালংকার চুরির প্রতিবাদ ও অনতিবিলম্বে উদ্ধারের দাবীতে মানববন্ধন ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


ঐতিহ্যবাহী কেশবপুর সার্বজনীন কালী মন্দিরের প্রতিমার গায়ের স্বর্ণালংকার চুরির প্রতিবাদ ও অনতিবিলম্বে উদ্ধারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।  স্থানীয় ৭১ ঘাতক দালাল নির্মুল কমিটির আয়োজনে শনিবার (১ জুন-২৪) বিকেলে কেশবপুর পৌর সদরের গাজীর মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ সর্ব শ্রেনী-পেশার মানুষ। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ৭১ ঘাতক দালাল নির্মুল কমিটির কেশবপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নাগরিক সমাজের আহবায়ক এ্যাড. আবুবক্কর সিদ্দিকী, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, মন্দির কমিটির সাধারণ সম্পাদক কনক দে, সাংবাদিক আশরাফ-উজ-জামান খান, সাংবাদিক দিলীপ মোদক, কেশবপুর উপজলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাহার হোসাইন ও শিক্ষক স্বপন মন্ডল। 

গত ৮ মে-২৪ দিনগত গভীর রাতে একদল চোর কেশবপুর পৌর সদরের কেন্দ্রীয় কালী মন্দিরের দ্বিতীয় তলার জানালার গ্রীল এবং ঠাকুর ঘরের গ্রীল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে ৫ ভরি ওজনের একটি স্বর্ণের মুকুট, দেড়ভরি ওজনের ১টি সীতার হার, স্বর্ণের ৩টি কন্ঠজিপ, ২০ ভরি রুপার গহনা ও ২০টি শাড়িসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। প্রায় একমাস অতিবাহিত হলেও কালী মন্দিরের চুরির ঘটনাটি উৎঘাটিত না হওয়ায় বক্তারা দুঃখ প্রকাশ করেন। 

বক্তারা অবিলম্বে কালীমন্দির থেকে চুরি যাওয়া গহনা উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান। 

উল্লেখ্য, চুরির খবর পেয়ে জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য যশোর-৬ কেশবপুর আসনের এমপি আজিজুল ইসলাম আজিজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমসহ পাশাপাশি ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন কিন্তু এপর্যন্ত কোন কিছু উদ্ধার হয়নি।

Post a Comment

0Comments
Post a Comment (0)