পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৮ মে-২৪) বিকেলে কেশবপুর কলেজ পাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ১৬ দলীয় ওই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডুমুরিয়ার হাসানপুর ক্রিকেট একাডেমি ১৬ রানের ব্যবধানে পাঁজিয়ার রাফসান ক্রিকেট একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে, ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা পরিষদের সদস্য টিপু সুলতান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার মহিলা কাউন্সিলর আছিয়া হালিম। খেলায় চ্যাম্পিয়ন ডুমুরিয়ার হাসানপুর ক্রিকেট একাডেমিকে পুরস্কার হিসেবে ট্রফি ও ৩০ হাজার টাকা এবং রানার্স আপ কেশবপুরের পাঁজিয়ার রাফসান ক্রিকেট একাডেমিকে ট্রফি ও ২০ হাজার টাকা তুলে দেন অতিথিরা। আয়োজক কমিটিতে ছিলেন, কলেজপাড়ার মাসুদ পারভেজ শহিদ, মাসফি চৌধুরী অরিন, জাহিদ হাসান, হাসিবুর রহমান, মাসুদ হোসেন অপু, শাকিলুর রহমান সোহান, আব্দুল্লাহ আল মামুন, আল মামুন, মাহফুজুর রহমান, আব্দুস সামাদ, প্রমিজ হাসান প্রমুখ। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে ক্রীড়ামোদিরা এসেছিলেন।