কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে খেলাঘরে'র ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


লাল সবুজের বাংলাদেশে শিশুর জীবন উঠুক হেসে, মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে সামনে রেখে কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে খেলাঘরের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (৩ মে-২৪) সকালে কেশবপুর খেলাঘর আসরের আয়োজনে কেশবপুর শহরের ওয়ার্ড কার্যালয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সম্পাদক ও ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী-এর সভাপতিত্বে এবং সদস্য ছোট্ট বন্ধু রিমি মন্ডলের সঞ্চালনায় প্রথমে সকল বীর শহীদের ও খেলাঘর এর প্রয়াত বন্ধুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য সকলে দাঁড়িয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এর পর জাতীয় সংগীত ও খেলাঘর সংগীত এবং উদ্বোধনী সংগীত পরিবেশনে মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। 

 বক্তৃতা করেন করেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ বড় ভাই, উপজেলা খেলাঘর আসরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ হালদার, সহ-সাধারণ সম্পাদক এস,এম রবিউল আলম, দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, উদীচী কেশবপুরের সভাপতি অনুপম মোদক ও মধু খেলাঘর আসরের সম্পাদক সংগীত শিল্পী রীন বিশ্বাস। 

কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সহ-সাধারণ সম্পাদক রবিউল আলম বক্তৃতা কালে বলেন, ১৯৫২ সালে জন্ম শিশু-কিশোরদের সংগঠন খেলাঘর আসর। এই সংগঠন দেশের সকল স্থানে বিস্তৃতি ঘটেছে। খেলাঘর আসরের সদস্যরা মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিল। জাতির জনকের নেতৃত্বে এই খেলাঘর সংগঠন। এখন সারা দেশজুড়ে শিশু-কিশোরদের প্রতিষ্ঠিত করতে কাজ করে চলেছে। যারা খেলাঘর সংগঠনের সাথে সম্পৃক্ত তারা অবশ্যই প্রতিভাবান হয়ে গড়ে উঠবে নতুবা শিশু- কিশোরদের মধ্যে বৈষম্য থাকবে না।

উপস্থিত ছিলেন, উপজেলা খেলাঘর আসরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল জলিল, কোষাধ্যক্ষ শংকর পাল, সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন, খেলাঘর আসরের বন্ধু নাঈম হাসান ও সাহাদ প্রমুখ। খেলাঘরের শিশু-কিশোর বন্ধুরা কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে খেলাঘরের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)