কেশবপুরে শিশুদের মাঝে হাইজিন ও স্কুল সামগ্রী বিতরণ ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ,কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরের বালিয়াডাঙ্গা মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি ৩৪৩ এর উদ্যোগে, আগাপে-এর পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাসনাল বাংলাদেশ -এর অর্থায়নে ১৮৫ জন শিশুর মাঝে হাইজিন ও স্কুল সামগ্রী বিতরণ করা হয়েছে।  

বুধবার (২৯ মে-২৪) সকালে প্রকল্পের চেয়ারম্যান মিঃ যাবেষ বিশ্বাস-এর সভাপতিত্বে ও প্রকল্পের সেন্টার ম্যানেজার লিটন বেপারী-এর সঞ্চালনায় প্রকল্প অফিসে প্রধান অতিথি হিসাবে ১৮৫ জন শিশুর মাঝে হাইজিন ও স্কুল সামগ্রী বিতরণ করেন, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও আগাপে এর এ্যাডমিন অফিসার মিস সুজানা ত্রিপুরা। আরো বক্তব্য রাখেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, চার্চ সেক্রেটারী মিঃ সুব্রত হালদার, জাহানপুর প্রকল্পের ম্যানেজার মিঃ মৃদুল সরকার প্রমুখ। কেশবপুরে শিশুদের মাঝে হাইজিন ও স্কুল সামগ্রী বিতরণ করেন, প্রধান অতিথি সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও উপস্থিত অতিথিবৃন্দ।

Post a Comment

0Comments
Post a Comment (0)