পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে পুকুরের পানিতে ডুবে আবু তাহের (২০মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ মে-২৪) সকালে উপজেলার বাউশলা গ্রামে। আবু তাহের বাউশলা গ্রামের আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার বাউশলা গ্রামের আব্দুল হামিদের স্ত্রী শারমিন বেগম বুধবার সকালে তার শিশু ছেলেকে রেখে সাংসারিক কাজকর্ম করছিলেন। এসময় পরিবারের সকলের অগোচরে বাড়ীর পাশে আঃ কাদেরের পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তিতে স্থানীয় লোকজন শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন বলেন, পুকুরের পানিতে পড়া ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহের সুরতহাল শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।