পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের ৫ নং মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামে প্রতি বছরের মত কুণ্ডু নিলয়ে সোমবার (১৩ মে) সন্ধ্যা থেকে অধিবাসের মধ্য দিয়ে ২৪ প্রহর ব্যাপী মহানাম সংকীর্ত্তন শুরু হয়ে বুধবার (১৫ মে) কুঞ্জভঙ্গ, ভোগ মহোৎসবের ও নগর কীর্তনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
অধিবাস পরিচালনায় ছিলেন, ডুমুরিয়ার শ্রীকৃষ্ণ সম্প্রদায়, পরিচালনায় অরবিন্দু কুমার কুণ্ডু। মঙ্গলবার (১৪ মে) অখন্ড মহা হরিনাম সংকীর্ত্তন এবং বুধবার (১৫ মে) কুঞ্জভঙ্গ, ভোগ মহোৎসবের ও নগর কীর্তনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে মহানাম সংকীর্ত্তন পরিবেশন করেন, ডুমুরিয়ার আদি রাই বিনোদিনী সম্প্রদায়, পরিচালনায় নারায়ন মিস্ত্রী (নির্জন,) দাকোপ, খুলনার মা শ্যামা সম্প্রদায় (অষ্ট সখি), পরিচালনায় পদ্মা রাণী হালদার, যশোরের কেশবপুর আদি গুরু গোবিন্দ সম্প্রদায়, পরিচালনায় শ্রী তপন কুমার দাস, দাকোপের ওঁ শান্তিমাতা সম্প্রদায় ও মনিরামপুরের নিত্যানন্দ সম্প্রদায় মহানাম সংকীর্ত্তনে অংশগ্রহণ করে। সেবায়েত ছিলেন সাধন কুমার রায়।