কেশবপুরে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজ ।

স্টাফ রিপোর্টার
1 minute read
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করলেন এবং লিফলেট বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজ। 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন (২০২৪) উপলক্ষে (২৩ এপ্রিল) সকালে যশোর জেলা নির্বাচন অফিসের প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।  ঘোড়া প্রতীক পেয়ে ২৩ এপ্রিল বিকাল ৫টায় কেশবপুর বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজ ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।

ঘোড়া প্রতীকের প্রার্থী মফিজুর রহমান মফিজ-এর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ স্বপন কুমার মুখার্জী, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, আব্দুস সাত্তার খান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন মোল্যা, কেশবপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিমাই চন্দ্র দাস, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদুজ্জামান, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আব্দুল গফুর গাজী, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শিমুল, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন, উপজেলা মৎস্যজীবি লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ প্রমুখ। আগামী ৮ মে-২৪ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। অনলাইন তথ্যসূত্রে, যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টি কেন্দ্রে ৫০৮টি কক্ষে ভোটগ্রহণ হবে। পুরুষ কক্ষ ২৪৩টি। মহিলা কক্ষ ২৬৫টি। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৯১৩ জন।  মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ১০জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

Post a Comment

0Comments
Post a Comment (0)