১৯৮৯ সালের ২৬ এপ্রিল দিনটি সাটুরিয়া বাসীর কাছে অত্যন্ত বেদনাদায়ক ও ভয়ানক।

স্টাফ রিপোর্টার
0

 


ইতিহাস ও ঐতিহ্য, দৈনিক সারা দুনিয়া।


১৯৮৯ সালের ২৬ এপ্রিল আজকের এই দিনে ভয়াবহ টর্নেডোর আঘাতে মানিকগঞ্জের সাটুরিয়ার সহস্রাধিক লোক প্রাণ হারায়। আহত হয় অন্তত ১২ হাজার লোক এবং প্রায় ১ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে।

 উপজেলার ২০টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি, ফসলি জমি, সাটুরিয়া বাজারের চার শতাধিক দোকানপাট, উপজেলা সরকারি খাদ্যগুদাম, বহু শিক্ষাপ্রতিষ্ঠান, হাজার হাজার গাছপালা উপড়ে লন্ডভন্ড হয়। বিশেষ করে টর্নেডোর আঘাতে প্রায় ২০০ বছরের প্রাচীন সাটুরিয়া বাজার সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়ে।

 ১৯৮৯ সালের ২৬ এপ্রিল দিনটি সাটুরিয়ার জন্য অত্যন্ত শোকাহতের দিন ছিল। সাটুরিয়া বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. পিয়ার আলী জানান, ওইদিন সকাল থেকেই প্রচণ্ড গরম অনুভূতি ছিল এবং বাতাসের উপস্থিতি ছিল না বললেই চলে। বিকাল ৫টার দিকে আকাশটা কালো মেঘের ছায়ায় ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ টর্নেডোর আঘাতে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। এতে সাটুরিয়ার মানচিত্র ধ্বংস লীলায় পরিণত হয়। আর সাটুরিয়া বাজারের অসংখ্য ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রাণ হারায়। আর আহত হয়ে অনেকেই আজীবনের জন্য পঙ্গু হয়ে যায়। আমি নিজেও মাথায় আঘাত পেয়ে আহত হয়ে দীর্ঘদিন বিছানায় ছিলাম। তবে প্রতিবছর ২৬ এপ্রিল তারিখটিতে চোখের সামনে এখনও ভেসে ওঠে সেই ভয়ানক ধ্বংস লীলার দৃশ্য।

Post a Comment

0Comments
Post a Comment (0)