পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শণিবার (২০ এপ্রিল) সকালে কেশবপুর ওয়ার্ড কার্যালয়ে উপজেলা ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এ্যাড. আবু বকর সিদ্দিকী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিক্ষক স্বপন কুমার মণ্ডল-এর পরিচালনায় বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাহার হোসাইন, কেশবপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পঙ্কজ কুমার দাস, ওয়ার্ড- এর নির্বাহী পরিচালক ও খেলাঘর জাতীয় পরিষদের সদস্য সৈয়দ আকমল আলী, কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল, পাঁজিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল, কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর কার্য্যনির্বাহী কমিটির সদস্য প্রনব মণ্ডল মানব, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি সমীর দাস, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য দিলীপ মোদক।
এসময় উপস্থিত ছিলেন, মোসলেম উদ্দিন, হারুনুর রশিদ, প্রেসক্লাব কেশবপুরের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, দপ্তর সম্পাদক সোহেল পারভেজ প্রমূখ। সভায় আগামী ঢাকার সম্মলনকে সার্থক করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।