কেশবপুরের পাঁজিয়ায় মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর দ্বিশতজন্মবর্ষ উপলক্ষে কাব্যসিরিজ পাঠ উন্মোচন ও ঈদ আড্ডা।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে জীবন মানে যুদ্ধ, বেঁচে থাকা মানে প্রতিবাদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর দ্বিশতজন্মবর্ষ উপলক্ষে "পত্র পুট প্রকাশন" থেকে প্রকাশিত নিবেদিত কাব্যসিরিজ পাঠ উন্মোচন ও ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। 

কেশবপুর উপজেলার পাঁজিয়া বিপ্রতীপ কার্যালয়ে বিপ্রতীপ সাহিত্য কাগজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক কবি নয়ন বিশ্বাস-এর আয়োজনে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর দ্বিশতজন্মবর্ষ উপলক্ষে নিবেদিত বারজন কবি'র ১২ টি কাব্যসিরিজ পাঠ একই সাথে উন্মোচন করা হয়, যা কেশবপুর উপজেলার মধ্যে এই প্রথম।

শুক্রবার (১২ এপ্রিল-২৪) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে চুয়াডাঙ্গা-কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আবু হাচান সরদার-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিপ্রতীপ সাহিত্য কাগজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক কবি নয়ন বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি'র পরিচালক কবি খসরু পারভেজ।

বক্তব্য রাখেন, কবি মকবুল মাহফুজ, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ও শিল্পী উজ্জ্বল ব্যানার্জি, কবি ও নাট্যকর বিশ্বজিৎ ঘোষ, মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য, সমাজসেবক ও কবি রিয়াজ লিটন, কবি ও সংগঠক মাসুদা বেগম, শিক্ষক ও কবি তৃষা চামেলী, কবি পার্থ সারথি সরকার, কবি মাহমুদুল হাসান, গাজী আবুবকর সিদ্দিক, কবি প্রবীর বিশ্বাস, কবি ও কথা সাহিত্যিক এম,জি মহসিন, প্রকাশক সৌরভ ধর, পাঁজিয়া বই মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয়, কবি এনামুল হক ইমন, উত্তম কুমার মন্ডল, মাসুদ রানা সরদার, জাহান জিয়া, তাপস ঠিকাদার, শিক্ষার্থী অপু দেবনাথ, মাটি ভাই প্রমূখ।

বারোজন (১২) কবি'র "পত্র পুট প্রকাশন" থেকে প্রকাশিত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর দ্বিশতজন্মবর্ষ উপলক্ষে নিবেদিত কাব্যসিরিজ হলো, কবি খসরু পারভেজ-এর যশোরের যীশু, কাসেদুজ্জামান সেলিম-এর বিশেষণ কী দেব তাঁর, কাজল চক্রবর্তী-এর তুমিই প্রথম, মকবুল মাহফুজ-এর পৃষ্ঠা জুড়ে মধুসূদন, নয়ন বিশ্বাস-এর যে আগুনে পুড়েছে হাত, গাজী আবুবকর সিদ্দিক-এর তোমার নামের উত্তরীয়, প্রসেনজিত তনু-এর কপোতাক্ষ পুত্র, উজ্জ্বল ব্যানার্জী-এর প্রিয় মুখ প্রিয় নাম, তৃষা চামেলী-এর প্রণয়ের পাণ্ডুলিপি, এম,জি মহসিন-এর তোমার জন্য মধু, আবু হাচান সরদার-এর আরাধ্য অনুরাগ, সৌহার্দ সিরাজ-এর শব্দনীল পাখি। ঈদের পরে একই দিনে একই কবি সম্পর্কে ১২ জন কবি'র লেখা নিবেদিত কাব্যসিরিজ পাঠ উন্মোচনের আয়োজন করায় পাঁজিয়া বিপ্রতীপ সাহিত্য কাগজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক কবি নয়ন বিশ্বাসকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত গুণীজনেরা।


Post a Comment

0Comments
Post a Comment (0)