পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
"নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি" এই শ্লোগান নিয়ে কেশবপুর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব “বাংলা নববর্ষ-১৪৩১” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে দুইদিন ব্যাপী বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯০, যশোর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আজিজুল ইসলাম। উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা এবং মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম মহোদয়।
পহেলা বৈশাখ রবিবার (১৪ এপ্রিল) কেশবপুর প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপতিত্বে এবং শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু-এর সঞ্চালনায় বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়ে জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর মাননীয় প্রধান অতিথি সমগ্র অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং বিশাল ও বর্নাঢ্য শোভাযাত্রা কেশবপুর শহর প্রদক্ষিন শেষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়। বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। বিশেষ আকর্ষন ছিল ক্যানভাসে বৈশাখের রং লাগাও প্রাণে শীর্ষক শিশুদের ছবি আঁকা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধানগণ, শিক্ষকমন্ডলী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিশুসহ সুধীমন্ডলী এই অনুষ্ঠানে অংশগ্রহন।
বিকেলে কন্যা শিশুদের পরিবেশনায় তবলার লহড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মৃণাল কান্তি দে কেশপুরের পাঁজিয়া ইউনিয়নের কৃতি সন্তান প্রথমবারের মতো কেশবপুরের কোন অনুষ্ঠানে স্বপরিবারে উপস্থিত হয়ে অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে যোগদানের জন্য সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কতৃপক্ষ।