পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে শান্তি ও স্থিতিশীলতার জন্য মাল্টি- স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS)-এর অধীনে পিএফজি (পিস ফ্যাসেলিটিজ গ্রুপ) গঠনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) বিকালে কেশবপুর মাইকেল মধুসূদন সড়কের পরিত্রাণ কার্যালয়ে "সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ' এরই লক্ষ্যে কেশবপুর সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সভাপতি রুহুল কুদ্দুস-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি ও নাট্যকার মুনছুর আজাদ-এর সঞ্চালনায় আলোচনা করেন, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারময়্যান আলাউদ্দিন আলা, টি,এইচ,পি এস,এম রাজু জবেদ, প্রধান শিক্ষক বাসুদেব গোস্বামী (পুরোহিত), প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, উজ্জল কুমার দাস, শিক্ষক ছবুরোন নেছা বেগম, খ্রীষ্টান মিশনারীর লুইস বিশ্বাস, সুফিয়া পারভীন প্রমূখ। কেশবপুর সুজন-এর ২১ জন সদস্য উপস্থিত ছিলেন।