কেশবপুরে ক্ষেতের ধান বাড়িতে নিয়ে আসার পর পরই প্রচন্ড গরমে কৃষকের মৃত্যু।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুরে প্রচন্ড গরমের মধ্যে ক্ষেতের বোরো ধানের বিচালি বেঁধে কাঁধে করে বাড়িতে আনার পর জোহর আলী সরদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বড়েঙ্গা গ্রামে। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বড়েঙ্গা গ্রামের কৃষক জোহর আলী সরদার রবিবার সকালে বাড়ির পাশে বড় বিলে নিজ জমিতে কেটে রাখা ধানের বিচালি বাঁধতে যান। বিচালি বাঁধা শেষে কাঁধে করে একবার ধান বাড়িতে আনার পর পরিবারের লোকজনের কাছে পানি খেতে চান। দ্রুত পানি এনে দেওয়া হলেও খাওয়ার আগেই মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। পরিবারের লোকজন তাঁকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন বলেন, মৃত অবস্থায় ওই কৃষককে হাসপাতালে আনা হয়েছিল। পচন্ড গরমের মধ্যে হয়তো স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হতে পারে।

মৃত্যুর বিষয়ে কৃষক জোহর আলীর ছেলে জসীম উদ্দীন বলেন, আমার পিতা মাঠ থেকে বাড়িতে ধান আনার পরেই পানি খেতে চান। পানি দেওয়া হলেও তিনি পানি খেতে পারেননি। প্রচন্ড গরমে হয়তো তিনি হিটস্ট্রোক করে মারা গেছেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)