কেশবপুর চারুপীঠ একাডেমিতে শিশু বিষয়ক কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুর চারুপীঠ একাডেমিতে শিশু বিষয়ক কর্মকর্তা মতবিনিময় করেছেন।

মঙ্গলবার  (২৩ এপ্রিল) সকালে কেশবপুর চারুপীঠ একাডেমি-এর কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চারুপীঠ একাডেমির সভাপতি লেখক, প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার-এর সভাপতিত্বে এবং চারুপীঠ একডেমির নির্বাহী পরিচালক উৎপল দে- এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু। তিনি নৃত্য বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি অধ্যাপক ও চারুপীঠ একাডেমি'র উপদেষ্টা মছিহুর রহমান, অভিভাবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহন হালদার, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি ও উদীচী শিল্পগোষ্ঠীর কার্য্যনির্বাহী কমিটির সদস্য প্রনব মণ্ডল মানব, পলাশ মিত্র, হাসি সেন, পপি ঘোষ, শ্রাবণী সাহা, অঞ্জনা অধিকারী  প্রমূখ। 

প্রধান অতিথি উপজেলা শিশু বিষয়ক কর্মকর্ত বিমল কুন্ডু বলেন, কেশবপুরের সকল শিশুদের সাংস্কৃতিক কর্মকান্ডে বিকশিত করার লক্ষে তার সহযোগিতা থাকবে। নৃত্য বিভাগসহ সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানিয়ে চারুপীঠকে অভিনন্দন জানান। কেশবপুর চারুপীঠ একাডেমি'র কার্যক্রমে  সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় শেষে চারুপীঠ একাডেমি'র সভাপতি তাপস মজুমদার সংকলিত "দ্বিশতবর্ষে মধুসূদন" গ্রন্থটি প্রধান অতিথির হাতে তুলে দেন উপদেষ্টা মছিহুর রহমান ও তাপস মজুমদার।


Post a Comment

0Comments
Post a Comment (0)