পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল-২৪) সন্ধ্যায় সংগঠনের সভাপতি কবি নজরুল ইসলাম খান-এর সভাপতিত্বে ও সহ-সম্পাদক মানব মন্ডল-এর সঞ্চালনায় কবি ও সঙ্গীতশিল্পী উজ্জ্বল ব্যানার্জী'র ২য় কাব্যগ্রন্থ "প্রিয়মুখ প্রিয়নাম" (মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে নিবেদিত কবিতা)-এর মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি উজ্জ্বল ব্যানার্জী'র "প্রিয়মুখ প্রিয়নাম"' কাব্য গ্রন্থের উপর আলোচনা করেন, চুকনগর ডিগ্রি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসেম আলী ফকির, সাগরদাঁড়ি কারিগরী কলেজের সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, কবি ও নাট্যকার দেবাশীষ চক্রবর্ত্তী, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, কবি ও ছড়াকার দীপক বসু, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সংগঠনের সহ-সভাপতি ও পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক কবি ও প্রাবন্ধিক বাবুর আলী গোলদার, সহ-সভাপতি সুব্রত বসু, সদস্য আলী আব্বাস, কবি ও সংগঠক মাসুদা বিউটি, সদস্য অসীম অধিকারী, মিহির বসু প্রমুখ।