পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
"সাহিত্য জাগাবে মানবতা, বিশ্বসাম্য অহিংসতা।"
এই স্লোগান সামনে রেখে জেলা সাহিত্য পরিষদ, সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও প্রকাশনা উৎসব ২০২৪।
শণিবার (২৭ এপ্রিল-২৪) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ৯ ঘটিকা থেকে দিনভর জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান-এর সভাপতিত্বে এবং শেখ মোসফিকুর রহমান মিলটন, শামীমা পারভীন রত্না ও ম. জামান- এর সঞ্চালনা উদ্বোধক ও সংবর্ধিত অতিথি ছিলেন, ঢাকা বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।
প্রধান অতিথি ছিলেন, আবদুস সামাদ ফারুক, কবি ও কথাসাহিত্যিক, চেয়ারপার্সন, এসডিএফ ও সিনিয়র সচিব (অব:) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ও আলোচক হিসাবে আলোচনা করেন, প্রফেসর আব্দুল মান্নান, শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, ঢাকা বাংলা একাডেমির উপপরিচালক ইমরুল ইউসুফ, ঢাকা কবি নজরুল ইনস্টিটিউটের আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক এ্যাড. সীমা ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন, কবি ও কথাসাহিত্যিক পলটু বাশার।
আমন্ত্রিত অতিথিবৃন্দ হলেন, অধ্যাপক আবু নসর, অধ্যাপক হুসাইন নজরুল হক, এম এ কাসেম অমিয়, কবি রকি মাহমুদ, কবি বকুল হক, সালাম গফফার ছন্দ, বাগবুল মাহবুব, আবু রায়হান, মুকুল ম্রিয়মান, মিজানুর রহমান মায়া, বাবুল তরফদার, শফিক শিমু, আতিয়ার রহমান, এ কে এম শহীদুল্লা প্রমুখ। প্রানবন্ত অনুষ্ঠটি সকলকে মুগ্ধ করে।