কেশবপুরে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে শেকড়ের সন্ধানে আয়োজিত আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

"যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে শেকড়ের সন্ধানে" কেশবপুর আর্তমানবতা কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা শেকড়ের সন্ধানে আয়োজিত আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসরে সুশীল সমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে কেশবপুর প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পি টি এফ) মিলনায়তনে শেকড়ের সন্ধানের উপদেষ্টা এবং কেশবপুর প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পি টি এফ)-এর চেয়ারম্যান একে আজাদ ইকতিয়ার-এর সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া-এর সঞ্চালনায় সাহিত্য আসরে আলোচনা ও মতবিনিময় করেন, খুলনা টেলিভিশনে কবিতা পাঠক চারণ কবি বাবুল আহমেদ, চুয়াডাঙ্গা- কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি উজ্জ্বল কুমার ঘোষ, কবি ও লেখক গাজী আবুবকর সিদ্দিকি, প্রেসক্লাব কেশবপুরের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, আশিকুজ্জামান (সজিব), মনিরুজ্জামান, বেদুইন মোস্তফা, শিক্ষক ও কবি দিলারা বিউটি, আব্দুস সালাম মুর্শিদি, গোলাম মোস্তফা, ডাঃ হাই হাদি, ইব্রাহিম, বাঁধন প্রমূখ। এই প্রখর তাপদহেও অনুষ্ঠানটি হয়েছিল প্রানবন্ত।

Post a Comment

0Comments
Post a Comment (0)