কেশবপুরের বসুন্তিয়া মহাশ্মশানে ভাগবত পাঠের অনুষ্ঠান।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া মহাশ্মশানে শণিবার (৯ মার্চ) সকাল থেকে তিনটা পর্যন্ত ভাগবত পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান বক্তা হিসাবে ধর্মজ্ঞান বিতরণ করেন, সাতক্ষীরার কামার বাইশা গ্রামের অনুকূল বিশ্বাস, দ্বিতীয় বক্তা অরুণ হালদার ও তৃতীয় বক্তা ছিলেন সুমন রায়। অনুষ্ঠানে পূজারী ছিলেন, বসুন্তিয়া গ্রামের সাধন রায় (দাস)।

বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায় বলেন, শ্মশানে এই দ্বিতীয় অনুষ্ঠান। শ্মশান উন্নয়নে বিদ্যুতের আবেদন করেও অদ্যবধি বিদ্যুৎ পাইনাই। আমরা সরকারের কাছে দ্রুত বিদ্যুৎ-সহ সার্বিক উন্নয়নে সহযোগীতা কামনা করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায়, সাধারণ সম্পাদক বাসুদেব দাস, বসুন্তিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি মাস্টার প্রদীপ কুমার দেবনাথ, কবি ও লেখক বিশ্বজিত ঘোষ, এলাকা ইউপি সদস্য কামরুজ্জামান, শিক্ষক অরুন কুমার বিশ্বাস, প্রাক্তন শিক্ষক তরুন কুমার সরকার প্রমূখ। এর পর ভোগ আরতি ও নাম কীর্তন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে প্রসাদ, যুগল অন্ন বিতরণ করা হয়। দূর দুরান্ত থেকে হাজারের অধিক ভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)