পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন এক হৃদয়বান ব্যক্তি। রনি ট্যুর এন্ড ট্রাভেলস-এর স্বত্বাধিকারী কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মেহেদী হাসান রনি’র ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (৭ই রমজান) বাদ আসর উপজেলার বালিয়াডাঙ্গা মারকাজুল উমুল হাফিজিয়া মাদ্রাসা, মুলগ্রাম দারুল কোরান হাফিজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও কন্দর্পপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং তাদের সাথে বসে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও ইফতার করেন।
রনি ট্যুর এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী মেহেদী হাসান রনি বলেন, মাহে রমজান উপলক্ষে আশেপাশের বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার করানোর আমার খুবই ইচ্ছা ছিল। সেজন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এতিম ও শিশু শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। শিশু বাচ্চারা ইফতার পেয়ে খুবই খুশি হয়েছেন। আগামীতে এমন কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন বলে তিনি জানান। তিনি সমাজের বিত্তবান ও সম্পদশালী মানুষগুলোর প্রতি মানবতার হাতটি বাড়িয়ে এতিম গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সবিনয়ে অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সিদ্দিকুর রহমান, বোরহানুল ইসলাম, রবিউল ইসলাম, রায়হান গাজী, আশিকুজ্জামান বাধন, মোহামিন হাসান হৃদয় প্রমুখ।