কেশবপুরে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা বৃহস্পতিবার (২১ মার্চ-২৪) সকালে মজিদপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশের সভাপতিত্বে ও ব্র্যাকের আইনি সহায়তা কর্মসূচির ডেপুটি ম্যানেজার ফাতেমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রধান শিক্ষক মতলেব আলী, প্রধান শিক্ষক নুরুন্নাহার ডলি, পরিত্রাণের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, ইউপি সচিব আবুল হোসেন, প্যানেল মেয়র আব্দুর রহমান, ইউপি সদস্য  এম সাইফুর রহমান, জিয়াউর রহমান, আব্দুস সামাদ, মহিউদ্দীন বুলবুল, মনিরুজ্জামান, আসাদুজ্জামান, হামিদা বেগম, রেশমা খাতুন, নাজমা খাতুন, দলিতের মোবিলাইজার নিকোলাস মিস্ত্রী, নিকাহ রেজিষ্ট্রার আব্দুল লতিফ, ইমাম ও খতিব আব্দুল হামিদ, সাংবাদিক শংকর কুমার দাস প্রমুখ।  সমন্বয় সভায় সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহযোগী অফিসার নাজমুন নাহার।

Post a Comment

0Comments
Post a Comment (0)