পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর উপজেলা খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (৩১ মার্চ) সকালে শুভ পুনরুত্থানের উপাসনা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের সভাপতি লুইজ বিশ্বাসের সভাপতিত্বে ও মানিক দাসের সঞ্চালনায় কেশবপুর খ্রীষ্টিয়ান কবরস্থানে অনুষ্ঠিত ইস্টার সানডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ সিংহ।
উপাসনায় অংশ নেন ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালভেসান আর্মির জনার্থন দাস, পালক জেমস অমল বৈদ্য, পালক পঞ্চানন দাস, পালক মনোরঞ্জন সরকার, পালক নিখিল বিশ্বাস, তপন, উজ্জ্বল প্রমুখ।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে। উল্লেখ্য, খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের।