পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে 'এসো মন ভুবনে, সত্য সুন্দর কল্যাণে' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর আয়োজনে ৬ষ্ঠ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
এই আসরটি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের উৎসর্গ করা হয়েছে। আসরের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শনিবার (০২ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব কেশবপুরের মিলনায়তনে সংগঠনের সভাপতি বাংলা একাডেমি'র, আজীবন সদস্য, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মুহম্মদ শফি-এর সভাপতিত্বে এবং অপু দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন, বাসাসেস-এর সহ-সভাপতি কবি ইব্রাহিম রেজা, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর সভাপতি কবি নজরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক লেখক, প্রাবন্ধিক ও গবেষক তাপস মজুমদার, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে, (বাসাসেস)- এর কোষাধ্যক্ষ ও কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর কার্য্যনির্বাহী কমিটির সদস্য কবি ও প্রাবন্ধিক মানব মন্ডল, নাট্যকার বিশ্বজিৎ ঘোষ, প্রাণবন্ত সাহিত্য আসরে কবিতা পাঠ করেন, কবি ও ছড়াকার দীপক বসু, সুব্রত বসু, কবি মুনছুর আযাদ, কবি মাহমুদ- উল মামুন, কবি ও প্রাবন্ধিক আমিনুর রহমান বুলবুল, কবি এস উত্তম দাস।
উল্লেখ্য বাসাসেস-এর সাহিত্য আসর যথানিয়মে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার অনুষ্ঠিত হয়।