কেশবপুরে ঘাসফুল প্রকাশনা পর্ষদের আয়োজনে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে ঘাসফুল প্রকাশনা পর্ষদের আয়োজনে ঘাসফুল গল্পসংকলন-২৪ এর আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-ভারতের লেখকদের গল্পসম্ভার নিয়ে ৩৫ বছর পূর্তিতে "ঘাসফুল" গল্প গ্রন্থের ১৯ তম প্রয়াস প্রকাশ করা হয়। 

শুক্রবার (৮ মার্চ) বিকাল ৩ টায় কেশবপুরের সমাধান হল রুমে পাঁজিয়া কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে বিশিষ্ঠ কবি-সাহিত্যিকদের সমন্বয়ে ওই বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঁজিয়া আবহমান-এর পরিচালক রিয়াজ লিটন-এর সঞ্চালনায় আলোচনা করেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহম্মদ শফি, সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি'র উপ-পরিচালক মকবুল মাহফুজ, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার, কবি, লেখক ও প্রাবন্ধিক বিশ্বজিত ঘোষ, অবসরপ্রাপ্ত অধ্যাপক হাশেম আলী ফকির, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল ব্যানার্জি, কবি ও নাট্যকার মনছুর মনছুর আজা,  অনুপম হালদার, কবি তৃষা চামেলি, আমিনুর রহমান বুলবুল, মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক শেখ কোরবান আলী, শিক্ষক আনন্দ মল্লিক, সাহিত্য কর্মী এম,জি মহশীন, ফারুক আলম, সাংবাদিক অলিয়ার রহমান, নাজমুল আলম প্রমূখ।

Post a Comment

0Comments
Post a Comment (0)