ফেসবুকে কি সমস্যা হয়েছিল, কি জানালেন মার্ক জুকারবার্গ।

স্টাফ রিপোর্টার
0

 

দৈনিক সারা দুনিয়া, নিউজ ডেস্ক।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ করেই অনেকের আইডি লগআউট হয়ে গেছে। পুনরায় আর লগিন হওয়া যাচ্ছে না। একই সঙ্গে ইনস্টাগ্রামও কাজ করছে না।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। 

এদিকে, ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে জানিয়েছেন, সমস্য নেই।

কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

এর আগে বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীরা বলেন, রাত ৯টার পর হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন। অনেকে পুনরায় লগিন হওয়ার চেষ্টা করলে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে বলে জানায়। কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পরও লগিন হতে পারেননি।

বর্তমানে ফেসবুকের অ্যাপ এবং ম্যাসেঞ্জার এবং ওয়েবসাইট কোনোটাই কাজ করছে না বলে জানান ব্যবহারকারীরা। একই সঙ্গে ইনস্টাগ্রামও কাজ করছে না বলে জানিয়েছেন তারা।

ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত ৩ লাখ ৯৯ হাজার ২৯ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সংখ্যাটা প্রতি মিনিটে বৃদ্ধি পাচ্ছে।

তবে এ বিষয়ে এখনও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে কিছু জানা যায়নি।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকের আইডি মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০টার দিকে হঠাৎ লগআউট হয়ে যায়। পুনরায় লগ-ইনের চেষ্টা করে ব্যর্থ হয় সবাই। ফেসবুকের অ্যাপ, ম্যাসেঞ্জার ও ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দেয়। তবে রাত সাড়ে ১০টার দিকে আবারও সচল হয় ফেসবুক।

হঠাৎ করে কেন ফেসবুক বন্ধ হয়ে গেলো? এ বিষয়ে বাংলাদেশি বংশদ্ভূত মার্কিন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, সাবেক আইবিএম ইঞ্জিনিয়ার এবং ফেসবুকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, বিশ্বব্যাপী ফেসবুকের বিভিন্ন সার্ভারে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় গ্রাহকদের তথ্যের নিরাপত্তার স্বার্থে ফেসবুক তার সার্ভার ডাউন রাখে। তাদের প্রাথমিক ধারণা, নর্থ কোরিয়া, রাশিয়া ও চাইনা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। যেহেতু এর আগেও ফেসবুক বড় ধরনের জরিমানার শিকার হয়েছে, তাই তারা তাদের সার্ভারটা সময়িক ডাউন রেখেছে।

উল্লেখ্য, এর আগে অ্যাকাউন্ট হোল্ডারদের তথ্য চুরি হওয়ায় বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হয়েছিল ফেসবুককে।

Post a Comment

0Comments
Post a Comment (0)