পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের মঙ্গলকোটে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন মধ্য দিয়ে শুরু হয়।
এর পর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অপূর্ব মল্লিক-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক গয়ানাথ সরকার-এর উপস্থাপনায় আলোচনা সভায় আলোচনা করেন, প্রধান শিক্ষক আবু হাচান, সহকারী শিক্ষক- সুমন কুমার মজুমদার, উজ্জ্বল কুমার ঘোষ। শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করে শিক্ষার্থী মোহুয়া বিশ্বাস, তমাল মল্লিক প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৯৭২ হতে প্রতিবছর ২৬ মার্চ তারিখে উদযাপিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে।
২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক তার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে এম. এ. হান্নান চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা পত্র পাঠ করেন। পরে ২৭ মার্চ পাকিস্তান সেনাবাহিনী তৎকালীন মেজর জিয়াউর রহমান একই কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।