কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর), দৈনিক সারা দুনিয়া।


কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচি পালিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে পাঠ করেন , উপজেলা জামে মসজিদের পেষ ইমাম আবুল কালাম আজাদ, বেদ পাঠ করেন শিক্ষক বাসুদেব সেনগুপ্ত ও বাইবেল থেকে পাঠ করেন, জেমস অমল। প্যারেটে অংশগ্রহণ করে কেশবপুর থানা, আনসার ও ভিডিপি, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। প্যারেটে নেতৃত্ব দেন, এস,আই তাপস কুমার রায়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তুহিন হোসেন -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। জাতীয় সংগীতের সাথে সাথে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেশবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি এস,এম রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিসের ডিজিএম এস এস শাহীন আহসানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ প্রমুখ। 

অনুষ্ঠানেনে অংশগ্রহনকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দের হাতে অতিথিবৃন্দরা পুরস্কার তুলে দেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)