কেশবপুরের ভেরচী নিমতলা সেবাশ্রমে ৫ দিন ব্যাপী মহানাম সংকীৰ্ত্তন সমাপ্ত।

স্টাফ রিপোর্টার
0

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরের ৯ নং গৌরীঘোনা ইউনিয়নে শ্রীশ্রী মহাপ্রভুর ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রম সেবকবৃদের সার্বিক পরিচালনায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীৰ্ত্তন বৃহস্পতিবার (১৪ই মার্চ) সন্ধ্যা ৬টায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ মঙ্গলঘট স্থাপন শ্রীমদ্ভগবদ গীতা থেকে পাঠ, আলোচনা ও শুভাধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছে ২৪তম ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীৰ্ত্তন-এর সোমবার (১৮ মার্চ) ছিল শেষ দিন। এ উপলক্ষে কেশবপুর, পাইকগাছা, সাতক্ষীরা, কলারোয়া, খুলনা, যশোর, নাভারনসহ বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্তের ঢল নেমেছিল সেবাশ্রমে। বৃহস্পতিবার আলোচনায় ছিলেন, সাতক্ষীরা বুধহাটার শ্রীমৎ বিল্বমঙ্গল দাসজী।

মঙ্গলবার (১৯ মার্চ-২৪) প্রভাতে কুঞ্জভঙ্গ, নগর সংকীর্তন, দধিমঙ্গল, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় কেশবপুরের ভেরচী নিমতলা সেবাশ্রমে ৫ দিন ব্যাপী ২৪তম মহানাম সংকীৰ্ত্তন।

কেশবপুরের ঐতিহ্যবাহী ভেরচী নিমতলায় সপ্তাহব্যাপী যজ্ঞানুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষে মঙ্গলবার রাতে মন্দির প্রাঙ্গনে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান হাবিব, ভেরচী রাধাগোবিন্দ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা মহাদেব পাল, ভেরচী পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ ও মহানাম যজ্ঞানুষ্ঠান উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। 

ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক মহাদেব পাল, সভাপতি ও গৌরীঘোনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক পরিতোষ গাঙ্গুলী, কোষাধ্যক্ষ সুশান্ত কুমার সুর, চিকিৎসা সেবায় নিয়োজিত ডাঃ পরেশ চন্দ্র রায়, সদস্য জয়দেব কুমার বৈরাগ্য প্রমূখ।

তাছাড়া, বিভিন্ন দিনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজ, আব্দুল্লাহ-নূর-আল আহসান বাচ্চুসহ ভেরচী নিমতলা মহা শ্মশানের নামযজ্ঞানুষ্ঠানে আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগমন ঘটেছিল।

Post a Comment

0Comments
Post a Comment (0)