কেশবপুরের মজিতপুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৯ তম শুভ জন্মতিথি পালন।

স্টাফ রিপোর্টার
0

পরেশ দেবনাথ, মঙ্গলকোট, কেশবপুর, দৈনিক সারা দুনিয়া ।


কেশবপুরের মজিতপুর পরমপুরুষ শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৯ তম শুভ জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ সেবাশ্রম-এ শনিবার (১৬ মার্চ-২৪) বিকাল থেকে রাত পর্যন্ত সঙ্গীয় সূচী অনুযায়ী তিথি পূজা ও ভক্ত সমাবেশ এর আয়োজন করা হয়। সারদা সংঘ, কেশবপুর বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সার্বিক সহযোগীতায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আয়োজনকে  অনুপ্রানিত, সার্থক, সুন্দর ও বর্ণাঢ্য করতে অনুষ্ঠানে সপরিবারে উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছিন, মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী তপন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রী কালীপদ পাল। স্বাগত বক্তব্য রাখেন, মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক শ্রী কালীপদ পাল।

মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী তপন কুমার ঘোষ-এর সভাপতিত্বে এবং মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সাঃ সম্পাদক পলাশ সিংহ ও হিসাব রক্ষক প্রভাষক কুন্তল বিশ্বাস-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। সম্মানিত অতিথি ছিলেন, ভারত, কোলকাতা, বাগবাজার মাসিক উদ্ধোধন-এর সম্পাদক, শ্রীমৎ স্বামী কৃষ্ণনাথানন্দজী মহারাজ। শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ, শুভেচ্ছা বক্তব্য রাখেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহ-সাঃ সম্পাদক ও সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি বাণিজ্য মহাবিদ্যালয়ের প্রভাষক (বাংলা) শ্রী কানাইলাল ভট্টাচার্য্য, বিশেষ অতিথি ছিলেন, মনিরামপুরের তাহেরপুর রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী তপন কুমার ভট্টাচার্য।

বিকাল ৩ঃ৩০-সঙ্গীতানুষ্ঠান, বিকাল ৪ঃ৩০- অতিথিবৃন্দের আসন গ্রহণ, বিকাল ৪ঃ৪০- ফুল দিয়ে বরণ, বিকাল ৪ঃ৫০-বেদমন্ত্র পাঠ, বিকাল ৫ঃ০০-ভক্ত সমাবেশ ও রাত ৯ঃ০০ ছিল প্রসাদ বিতরণ।

Post a Comment

0Comments
Post a Comment (0)