পরেশ দেবনাথ কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
যশোরের ঝিকরগাছা সাহিত্য পরিষদ কর্তৃক সম্মাননা
স্মারক পেলেন, পাঁজিয়ার বাবুর আলী গোলদার । সংগঠন সংগঠক ও গবেষণা কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ঝিকরগাছা সাহিত্য পরিষদ কর্তৃক তাঁকে ওই সম্মাননা স্মারক দেওয়া হয়।।
শুক্রবার (১ মার্চ) ঝিকরগাছা বঙ্গবন্ধু পার্কে সংগঠনের আয়োজিত ৬তম কাদামাটি সাহিত্য উৎসব-২০২৪ অনুষ্ঠানে যশোর সিটি গভমেন্ট কলেজের অধ্যাপক কবি ডক্টর সবুজ শামীম আহসান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য (ঝিকরগাছা-চৌগাছা) ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন।
মুখ্য আলোচক ও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক ডক্টর সন্দীপ মল্লিক, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব বিতান কুমার মন্ডল, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন ভূঁইয়া প্রমূখ। সংগঠন সংগঠক ও গবেষণা কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁজিয়া পূরবী খেলাঘরের সভাপতি ও পাঁজিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক বাবুর আলী গোলদারকে সম্মাননা স্মারক তুলে দেন, অনুষ্ঠানে প্রধান অতিথি।
৬তম কাদামাটি সাহিত্য উৎসব-২০২৪ অনুষ্ঠানে ভারতের পশ্চিমবাংলা-সহ বাংলাদেশের ১৮ টি জেলার প্রায় দুই শতাধিক কবি সাহিত্যিকগণ উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি কবি মেলায় পরিনত হয়। বাবুর আলী গোলদার ঝিকরগাছা সাহিত্য পরিষদের সভাপতি কবি ও লালন গবেষক সাইফুদ্দিন সাইফুল সহ প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।