কেশবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে ‘‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সার্বিক তত্ত্বাবধানে রোববার (১০ মার্চ) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 কেশবপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তানভীর হোসেন-এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী রফিকুল ইসলাম। 

আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্ল্যা, উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী জয়ন্ত ঠাকুর, অফিস সহকারী নিয়াজ মোহাম্মদ ফয়সাল, কার্য সহকারী মাহাবুব আলম, অফিস সহায়ক ফারুকুজ্জামান, শফিকুল ইসলাম প্রমুখ।

Post a Comment

0Comments
Post a Comment (0)