পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে "সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা" শীর্ষক সাহিত্য আসরে কেশবপুরে শেকড়ের সন্ধানে'র উদ্যোগে সাহিত্য আসর, মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল মেয়র, সাংবাদিক ওয়াজেদ খান ডবলু।
শণিবার (০৯ মার্চ) বিকেলে পৌর শহরের প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পি টি এফ) মিলনায়তনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোক চিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু‘র সভাপতিত্বে শেকড়ের সন্ধানে'র প্রতিষ্ঠাতা শেখ মিজানুর রহমান মায়া‘র সঞ্চালনায়, সভায়
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ। বক্তব্য রাখেন, কবি ও অবসর প্রাপ্ত অধ্যাপক এমএ কাসেম অমিয়, সাংবাদিক পরশে চন্দ্র দেবনাথ, কবি ও শিক্ষক আব্দুল কাদের, কবি ও সংগঠক মাসুদা বেগম বিউটি প্রমুখ। আবৃত্তি করেন, কবি ও সংগঠক বলাই দেবনাথ, কবি আব্দুস সালাম মুর্শেদী, শিক্ষক ও কবি উজ্জ্বল কুমার ঘোষ, কবি মণিরুজ্জামান, কবি অলিয়ার রহমান, কবি গোলাম মোস্তফা প্রমূখ।
অনুষ্ঠান শেষে ওয়াজেদ খান ডবলুকে অহবায়ক ও শেখ মিজানুর রহমান মায়াকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট শেকড়ের সন্ধান সংগঠনের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।