কেশবপুরে স্বামী বিবেকানন্দের ১৬২ তম শুভ জন্মতিথি পালন উপলক্ষ্যে পূজা ও শিক্ষাবৃত্তি প্রদান।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে স্বামী বিবেকানন্দের ১৬২ তম শুভ জন্মতিথি উপলক্ষ্যে কেশবপুরের মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রম-এ অনুষ্ঠিত হবে শুক্রবার (২ ফেব্রুয়ারী)। 

অশোকা এন্ড বিমল দে ফাউন্ডেশন, লন্ডন-এর সহযোগিতায় এবং কেশবপুর বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি শ্রী অচিন্ত্য সেন ও সাধারণ সম্পাদক শ্রী কুমার জ্যোতি বিশ্বাস-এর আমন্ত্রণে অনুষ্ঠানটিতে হবে পূজা ও শিক্ষাবৃত্তি প্রদান। এ লক্ষ্যে মন্দিরে সকাল ৯ টায় তিথি পূজা হবে ।

অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি প্রদান প্রতিযোগিতায় সকাল ১০ টায় প্রাকৃতিক দৃশ্য চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে প্লে-৩য় শ্রেণি, ৪র্থ- ৬ষ্ঠ শ্রেণি, ৭ম-১০ম শ্রেণি। সকল ১১ টায় অর্থসহ শ্রীশ্রী গীতা পাঠ প্রতিযোগিতা, চতুর্থ অধ্যায়, ৭ম ও ৮ম শ্লোক (২য়-৫ম শ্রেণি)।

সকাল সাড়ে ১১ টায় ভক্তিগীতি, অঞ্জলি, অর্ঘ্য প্রদান, হোম, কথামৃত ও সদগ্রন্থাদি থেকে পাঠ, আলোচনা ও পুরষ্কার বিতরণ। দুপুর ০১ঃ৩০ টায় শিক্ষাবৃত্তি প্রদান এবং দুপুর ২ টায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, ১২ জানুয়ারী দেশজুড়ে পালিত হয়েছে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মবার্ষিকী। ওই দিন বিবেকানন্দ হিউম্যান সেন্টার ও শোভা ফাউন্ডেশন লন্ডন-এর সহযোগিতায় মন্দিরে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)