পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিনের কালিয়ারই এস, বি, এল মাধ্যমিক বিদ্যালয়ে এস,এস,সি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায় অনুষ্ঠানের পর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দিনভোর বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ কুমার বিশ্বাস-এর সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এস,এম মুনজুর রহমান।
আরও জ্ঞান গভীর আলোচনা করেন, শিক্ষক পি,এম লিয়াকত আলী, অভিভাবক সদস্য আবুল বাশার। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে, ৭ম শ্রেণীর ছাত্রী যুথি খাতুন, ৮ম শ্রেণীর হৃদয় হোসেন, ৯ম শ্রেণীর সাহিবা ও খাদিজা খাতুন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের মাওলানা শিক্ষক মোঃ শহীদুল ইসলাম। বিদায় অনুষ্ঠানে অনেক শিক্ষার্থীদের কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়।
এর পর, ষষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুলের পাপড়ি দিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষিকাসহ উপস্থিত অতিথিবৃন্দরা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ কুমার বিশ্বাস।