পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে এক যোগে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে যেয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। দেশে স্বাধীনতা বিরোধী চক্র গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করছে তারই সুযোগ্য কন্যা।
শনিবার (৩ ফেব্রুয়ারী-২৪) বিকেলে আটলিয়া ইউনিয়নের রোস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রবীণ নেতা সম নূর আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএম সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন, থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা, আওয়ামী লীগ নেতা মোল্লা সোহেল রানা, মোস্তাফিজুর রহমান দুলু, জুলফিকার আলী জুলু, বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব আঢ্য, জয়দেব মন্ডল ও বজলুর রশীদ।
এ সময় আরও বক্তৃতা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, রফিকুল ইসলাম, জাকির হোসেন মিল্টন, বিশ্বজিৎ মজুমদার, রতন ঘোষ মামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, ইব্রাহিম হোসেন, কেএম মফিজ, মাহাবুব আলম সোহাগ, তরিকুল ইসলাম বাবু, নাজমুল ইসলাম বাবু, শিখা রানী মল্লিক, বিপ্লব ঘোষ ও সাকিব শাহরিয়ার প্রমূখ।