কেশবপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অনুশিখাকে বাঁচাতে সাহায্যের আবেদন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


Acute Intermittent porpgyria রো‌গে আক্রান্ত রোগীর চিকিৎসার্থে সাহায্যের আবেদন। ইন্ডিয়ার হায়দ্রবা‌দের AIG Hospital এ মে‌য়ে‌টি চি‌কিৎসাধীন। 

দ‌রিদ্র বাবা মা‌য়ের আদ‌রের সন্তান মাত্র ১৭ বছর বয়স। এই বয়‌সে সে স্কুল ক‌লে‌জের সবুজ প্রান্ত‌রে নি‌জের জীবন‌কে গড়‌বে সেখা‌নে সে বিগত ১ বছ‌রের অ‌ধিক সময় হাসপাতা‌লের বিছানায় মৃত‌্যুর সা‌থে পাঞ্জা লড়‌ছে। বাংলা‌দে‌শের বিভিন্ন হাসপাতা‌লে এত দিন চি‌কিৎসাধীন থে‌কে তার বাবা মা আজ নিঃস্ব হ‌য়ে প‌ড়ে‌ছে। 

ই‌ন্ডিয়ায় এই বিরল ও মারাত্বক রো‌গে তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছে না। ইতোমধ্যে ঋণ করে তার চিকিৎসার্থে প্রচুর টাকা ব্যয় হয়েছে। অনু‌শিখা‌কে বাঁচা‌তে তার বাবা মা‌য়ের আকুল আ‌বেদন। এ মুহূর্তে‌ সে ভে‌ন্টি‌লেশ‌নে র‌য়ে‌ছে। তাকে জরু‌রি ভি‌ত্তি‌তে ৪ ‌টি ইন‌জেকশন দেওয়া প্রয়োজন যেটা আমা‌দের এ‌শিয়া মহা‌দে‌শে নাই, ফ্রান্স থে‌কে ঔষধ টি আন‌তে হ‌বে। চিকিৎসকগণ বলেছেন, এ চিকিৎসার জন্য এখন ২৫-৩০ লক্ষ টাকা প্রয়োজন। 

কোনো সহৃদয়বান ব‌্যক্তি, এনজিও প্রতিষ্ঠান এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ইউনেস্কো ক্লাব, আন্তর্জা‌তিক পর্যা‌য়ে সক‌লের কা‌ছে এই অল্প বয়সী মেধাবী মে‌য়ে‌ অনু‌শিখা ভঞ্জের  মরণব্যাধি  Acute Intermittent Porphyria চিকিৎসার ব্যয়ভার লাঘবের ক্ষেত্রে মানবিক দৃষ্টিতে সহযোগিতার হাত বাড়ালে মৃত্যুপ্রায় এ রোগীকে বাঁচানো সম্ভব। 

যে কোনো আর্থিক সাহায্য রোগীর বড় ভাই‌য়ের বিকাশ নম্বরে ০১৯৭৯২১৫৯৭৫ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে রোগীর চিকিৎসার সর্বশেষ অবস্থান সম্পর্কে অবগতির জন্য তার বড় ভাই‌য়ের সাথে উক্ত  নম্বরে যোগাযোগ করা যেতে পারে। যোগাযোগ ইমেইল avi.babla@gmail.com. সাহায‌্য পাঠাবার জন‌্য রুগীর মা‌সির ব‌্যাংক হিসাব নম্বর. 7017320802771, Sima Mitra, Dutch Bangla Bank limited, Routing Number : 090270608, Agent Banking, Dhaka. Swift code : DBBLBDDH, Bkash number. 01979215975।

Post a Comment

0Comments
Post a Comment (0)