ট্রান্সফরমার ও সেচ পাম্প চুরি ঠেকাতে রাত জেগে পাহারা।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে বোরো আবাদের ভরা মৌসুমে ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সেচ পাম্প চুরির ঘটনা ঘটে চলেছে। এরই মধ্যে ৯টি ট্রান্সফরমার ও তিনটি বৈদ্যুতিক সেচ পাম্প চুরি হয়েছে। ট্রান্সফরমার ও সেচ পাম্প চুরি রোধে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকরা।

জানা গেছে, চলতি বছর এ উপজেলায় ১৪ হাজার ৫শ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। গত নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৭ হাজার ২৬৬ হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়। এসব জমিতে যখন পানি দেওয়ার সময় হয়েছে, ঠিক তখন চোর বিভিন্ন বিল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও সেচ পাম্প চুরি করে নিয়ে যাচ্ছে। ফলে জমিতে পানি দিতে না পেরে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

কৃষক মহিউদ্দিন বুলবুল জানান, আব্দুস সালাম নামে এক ব্যক্তি তার চুরি যাওয়া সেচ পাম্প উপজেলার শ্রীফলা বাজারের এক ভাঙড়ি ব্যবসায়ীর কাছে দেখতে পান। তবে চোর শনাক্ত ও সেচ পাম্প উদ্ধার করতে পারেননি তিনি। কৃষক রাশেদুল ইসলাম জানান, তার সেচ পাম্প চুরির খবর জানাজানি হওয়ার পর থেকে এলাকার কৃষকরা রাত জেগে ট্রান্সফরমার ও সেচ পাম্প পাহারা দিচ্ছেন।

পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম শাহীন আহসান বলেন, ট্রান্সফরমার ও সেচ পাম্প চুরি রোধে জনসচেতনতা বাড়াতে এলাকায় মাইকিং ও উঠান বৈঠক করা হচ্ছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম বলেন, কোনো কৃষক ট্রান্সফরমার ও সেচ পাম্প চুরির ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। তা সত্ত্বেও এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)